কিশোরগঞ্জে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলার লকডাউনে বেকার হয়ে পড়া অসহায় নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়।
খাদ্য উপহার বিতরণের সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ এবং ১টি করে মিষ্টি কুমড়া প্রদান করা হয়। ১৫০ জন শ্রমজীবী নারী-পুরুষের হাতে এসব খাদ্য উপহারসামগ্রীর বস্তা তুলে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে লকডাউনে বেকার হয়ে পড়া ১২০ জনের মাঝে খাদ্য উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ নিয়ে তিন দিনে ৩৫০ জনকে এ উপহার বিতরণ প্রদান করা হয়।
এসকে রাসেল/এমএসআর