বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল মারা গেছেন

বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে কাজী আবদুল্লাহ আল রাসেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
কাজী রাসেল বলেন, বাবা দীর্ঘদিন কিডনি ও হৃদ্রোগে ভুগছিলেন। ফেব্রুয়ারির প্রথম দিকে অসুস্থ হয়ে পড়লে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাকে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেশ কিছু দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার রাতে তিনি মারা যান।
কাজী নাসির উদ্দিন বাবুল বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক ছিলেন। বাংলাদেশে মফস্বল সাংবাদিকতায় তার ভূমিকা অনস্বীকার্য। ১৪ বছর তিনি বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও একবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতিও ছিলেন।
তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, ন্যাশনাল ডেইলি ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন, টেলিভিশন সাংবাদিকদের সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানিয়েছেন, রোববার জোহরের নামাজের পর কাশিপুর নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/এএএ