ইয়াবা-জালনোটসহ তিন আর্মড পুলিশ গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার তানজিমারখোলা এলাকা থেকে ইয়াবা বড়ি ও জালনোটসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের তিন আমর্ড পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন)-এর অধিনায়ক শিহাব কায়সার খান।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে নিজ কক্ষ থেকে তাদের আটক করেন ৮ এপিবিএনের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৪০ ইয়াবা ও জালনোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপপরিদর্শক সোহাগ, কনস্টেবল মিরাজ ও মো. নাজিম। তারা ৮ এপিবিএনে কর্মরত ছিলেন।
এপিবিএনের একাধিক সূত্র বলছে, উখিয়ার রোহিঙ্গা শিবিরের ১৩ নম্বর ক্যাম্পের হেডমাঝি মো. একরামকে (৩৮) দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন ৮ এপিবিএনের উপপরিদর্শক সোহাগ। একপর্যায়ে একরাম বিষয়টি ৮ এপিবিএনের সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন।
পরে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে একরামের সঙ্গে এসআই সোহাগের বাগবিতণ্ডার এক পর্যায়ে এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হন। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জালটাকাসহ ওই তিন আর্মড পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন)-এর অধিনায়ক শিহাব কায়সার খান ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। ইয়াবা সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ১০টার দিকে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মুহিববুল্লাহ মুহিব/এনএ