ইভিএম জটিলতায় ময়মনসিংহ সিটিতে ৪টার পরও ভোট

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পরও বেশ কিছু কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। ইভিএম জটিলতার কারণে ভোটগ্রহণে ধীরগতি থাকায় বিকেল ৪টার পরও অনেক ভোটারকে কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে।
ময়মনসিংহের ১৩ নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, শেষ সময়েও ভোটারদের দীর্ঘ লাইন। অনেকে ঘণ্টাখানেকের বেশি সময় অপেক্ষা করে ভোট দিয়েছেন বলে জানান। হামিদা খাতুন নামে এক ভোটার জানান, ইভিএমে ভোট টানছে কম। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিতে হচ্ছে সবার।

৯ নম্বর ওয়ার্ডে প্রিমিয়ার আইডিয়াল কেন্দ্রে বিকেল সোয়া ৫টার সময়েও ভোট দিতে দেখা গেছে। বিকেলের দিকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকায় এবং ইভিএমের ধীরগতির কারণে সময় শেষ হওয়ার পরও কেন্দ্রে ভোটার থেকে যান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। অনেক কেন্দ্রে চারটার পর লাইনে ভোটার থাকায় তারা ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ শেষে গণনা শেষ হলে ভোটার উপস্থিতির হার বলা যাবে।
উবায়দুল হক/এএএ