ছেলেকে শ্বাসরোধে হত্যা, বাবা-মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জে ছেলেকে শ্বাসরোধে হত্যার দায়ে বাবা-মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভুইয়া এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকার মো. লোকমান শিকদারের ছেলে শামিম শিকদার (৪০) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৮)। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর আলী।
জানা গেছে, ২০২০ সালের ২০ ডিসেম্বর রাতে হাসানের বাবা-মা ও ছোট বোন একঘরে ঘুমিয়ে ছিলেন। মো. হাসান পাশের একটি রুমে থাকতেন। ওইদিন রাত ৩টার দিকে হাসানের ছোট বোন প্রস্রাব করতে বাইরে যান। এ সময় হাসান তার ছোট বোনকে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এরপর সে চিৎকার দিলে পাশের ঘর থেকে বাবা-মা গিয়ে তাকে উদ্ধার করেন। পরে হাসানের বাবা-মা ও ছোট বোন মিলে হাসানকে শ্বাসরোধ করে হত্যা করে।
পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে বাড়ির পেছনে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। এরপর ২০২১ সালের ৮ জানুয়ারি হাসানের অর্ধগলিত লাশ বাড়ির পেছনের ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ভাই মো. হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় ২০২১ সালের ৯ জানুয়ারি বাবা-মাকে আসামি করে মামলা করেন। পরে শামীম শিকদার হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ ঘটনায় মামলার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
ব.ম শামীম/এএএ