হাটে গরু নেওয়ার পথে সড়কে লাশ হলেন দুই খামারি

হাটে গরু বিক্রি করার জন্য নেওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই খামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চন্ডিহারা অমরাপুরি এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম (৬৫) ও মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম (৫৬)। তারা দুজনে গরু লালনপালন করতেন।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বাড়ি থেকে ভটভটিতে করে বগুড়ার সুখানপুকুর কলেজ স্টেশন হাটে গরু নিয়ে যাচ্ছিলেন আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথিমধ্যে চন্ডিহারার অমরাপুরি নামক স্থানে পৌঁছালে রংপুর দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।
ওসি আব্বাস আলী বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাস শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর নিহতদের মরদেহ নিয়ে গেছেন স্বজনেরা। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আসাফ-উদ-দৌলা নিওন/এএএ