স্ত্রী নিয়ে দ্বন্দ্বে বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা করলেন ছেলে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পারিবারিক কলহের জেরে বালিশচাপা দিয়ে বৃদ্ধ বাবা তপন মিয়াকে (৬০) হত্যা করেছেন তার ছেলে আনসার মিয়া (৩০)। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার উপ-পরিদর্শক মুকুল আহমদ জানান, দীর্ঘদিন ধরে আনসারের তার স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল। তিনি প্রায় সময় তার বউকে মারধর করতেন। এজন্য তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। আনসার এ নিয়ে প্রায় সময় তার বাড়িতে বিবাদে জড়াতেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দিতেন। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এ নিয়ে সোমবার দুপুরে বাবা তপন মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করেন আনসার মিয়া। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
মাসুদ আহমদ রনি/এএএ