জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে পেটালো ছেলে

জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে পিটিয়ে আহত করেছে এক ছেলে। ছেলের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচার দাবি করেছেন বাবা-মা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের কেন্দুয়ার বানিয়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলী পল্টুর (৭৫) বাড়িতে।
মোহাম্মদ আলী পল্টু বলেন, আমার স্ত্রী রুমিছা বেগমের নামে বাড়ির সাড়ে ৯ শতাংশ জমি রয়েছে। সেই জমি ছেলে মো. শুকুর আলী তার নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় তাদের চাপ দিতো। সোমবার (১৯ এপ্রিল ) বিকেলে ছেলে, ছেলের বউ, নাতি, ছেলের শ্যালকসহ অজ্ঞাত আরও ৫/৬ জন আমাদের দুইজনকে মারধর করে।
এ সময় আমার আরেক ছেলে ও নাতিরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এতে আতঙ্কে দিন পার করতে হচ্ছে।
মোহাম্মদ আলী পল্টুর আরেক ছেলে ফজল হক বলেন, গায়ের জোরে শুকুর বাবা-মাসহ সবাইকে লোক ভাড়া করে মারধর করেছে।
স্থানীয় ইউপি সদস্য জনাব আলী বলেন, বাবা-মাকে মারধর করার ঘটনাটি ন্যাক্কারজনক। ছেলে হয়ে বাবা-মায়ের গায়ে হাত তোলা ঠিক হয়নি। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
টাঙ্গাইলের কাগমারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, বিষয়টি জানি। তবে শুনেছি তারা সামাজিকভাবে বিষয়টি সমাধান করবেন।
অভিজিৎ ঘোষ/এসপি