মোবাইলে বিয়ে, শ্বশুরবাড়ি যাওয়ার পর তরুণী লাশ

চার বছর আগে রিয়া আক্তার (২৩) নামে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে সাউথ আফ্রিকা প্রবাসী নাজমুল হাসানের বিয়ে হয়। সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গ্রামে ফেরেন নাজমুল। তিনি দেশে আসার পরই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দের কারণে তুলে নেয়া হয়নি রিয়াকে। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে পরিবারের কাউকে না জানিয়ে স্বামী নাজমুলের সঙ্গে শ্বশুরবাড়িতে যান রিয়া। এরপর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শ্বশুরবাড়ির গোসলখানা থেকে রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রিয়া সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাট্টী গ্রামের মাসুদ মিয়ার মেয়ে। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিয়ার বাবা মাসুদ মিয়া বলেন, আমার মেয়েকে বুধবার রাত ৯টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে নিয়ে যায় স্বামীর পরিবারেরর লোকজন। পরে খবর পেয়ে পুলিশ নিয়ে গিয়ে গোসলখানা থেকে ওর মরদেহ উদ্ধার করি আমরা। আমার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে ওরা।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
আরএআর