মেরিন ড্রাইভ সড়কের পাশে পড়েছিল ইজিবাইক চালকের মরদেহ

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ হাবিবছড়া মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হাওয়া ইজিবাইক চালককের বয়স ২২-২৫ বছর হতে পারে। গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী। তিনি জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদি কোনো দুর্বৃত্ত তাকে আঘাত করে হত্যা করত তাহলে টাকা বা ইজিবাইক নিয়ে যেত। কিন্তু টাকা বা ইজিবাইক নিয়ে যায়নি। আমরা দেখলাম তার শরীরে তেমন আঘাতের চিহ্নে নেই, শুধু গলা কাটা। তাই আমরা ধারণা করছি এটি পরিকল্পিত হত্যা।আমরা এখনো নিহতের পরিচয় পাইনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সাইদুল ফরহাদ/এসকেডি