তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বগুড়ার কাহালু উপজেলায় রেদোয়ান ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামে এ ঘটনা ঘটে৷
রেদোয়ান ইসলাম পাতানজো গ্রামের মেরাজুল ইসলামের ছেলে এবং দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার মসজিদে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফিরছিল রেদোয়ান। পথে একদল দুর্বৃত্তরা রেদোয়ানকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এক পর্যায়ে তার গলাকেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷
কাহালু থানার ওসি সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই। মরদেহ উদ্ধার করে কাহালু থানায় রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
হত্যার কারণ সম্পর্কে ওসি বলেন, এ বিষয়ে এখনও আমরা সুনিশ্চিত কোনো তথ্য পাইনি। নিহতের বাবার কাছে জানতে পেরেছি রেদোয়ান এখন পড়াশোনা করছে না। বাবার সাথে কৃষি কাজ করত। হত্যার রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। খুব দ্রুত বিস্তারিত জানাতে পারব।
আসাফ-উদ-দৌলা নিওন/এসকেডি