নাটোরে ঘাস কাটা নিয়ে ঝগড়ার জেরে নিহত ১

নাটোরের লালপুরে ক্ষেতের ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় চাচাতো ভাইয়ের আঘাতে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কামরুল উপজেলার একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
এর আগে শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় দিকে উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলার একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন (৫০), তার ছেলে সবুজ (২৫), মৃত বাহার উদ্দিনের ছেলে ইনছার (৭০) তার ছেলে মন্টু (৪০) এবং বাবলু (৫০), আমিনুল ইসলামের ছেলে তারিক (২০), বাবুলের ছেলে বিপ্লব (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে চাচাতো ভাই কামাল হোসেনের ক্ষেতে লাগানো ঘাস কাটার অভিযোগ ওঠে কামরুল হাসানের বিরুদ্ধে। এনিয়ে কামাল ও কামরুলের মধ্যে তর্কবিতর্ক হয়। এর এক পর্যায়ে বিষয়টি নিয়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামরুল হাসান তাদের চাচাতো ভাইদের আঘাতে গুরুতর আহত হন। এরপর পরিবারের লোকজন কামরুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কামরুল হাসানের মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
গোলাম রাব্বানী/এসকেডি