হিলি স্থলবন্দর বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (২৬ এপ্রিল) একদিন দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবার যথারীতি কার্যক্রম সচল থাকবে।
সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মুঠোফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে সোমবার এক দিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার থেকে আবারো দুই দেশের মধ্যে কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
মাহাবুর রহমান/এসপি