ঈদের দিনে ঠাকুরগাঁওয়ে ৩০টি সড়ক দুর্ঘটনা, নিহত ১

ঠাকুরগাঁও ঈদের দিনে ৩০টির মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ রাকিবুল ইসলাম চয়ন বলেন, ঠাকুরগাঁওয়ে ঈদের দিন রাত দশটা পর্যন্ত ৩০টির মতো সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ১ নিহত হন এবং অর্ধশতাধিক আহত হন।
এসময় মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে। তিনি ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মোটরসাইকেল আরোহী বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিলেন। এসময় এক সাইকেল আরোহী হঠাৎ করে রাস্তা পার হতে গেলে শহরের মন্দিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফ হাসান/পিএইচ