ধর্ষণের পর ভিডিও ধারণ, অভিযুক্ত গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৬ এপ্রিল) রাজবাড়ীর পাংশা থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা হলে সোমবার (২৭ এপ্রিল) অভিযান চালিয়ে অভিযুক্ত আরজু সরদারকে (২৩) গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।
আরজু সরদার (২৩) রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের আফসার সরদারের ছেলে।
ভুক্তভোগী ওই নারী জানান, তার বিয়ে হয় আট বছর আগে। তার সাত বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তিন বছর আগে তার স্বামী কাতারপ্রবাসী হন। এরই মাঝে তাদের বাড়িতে স্বামীর বন্ধু হিসেবে আসা-যাওয়া বাড়িয়ে দেন আরজু সরদার।
আরজু একদিন তাকে জেলার পাংশা পৌরসভার জনৈক মুক্তি খাতুনের ভাড়া বাসায় বেড়াতে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন এবং গোপনে সেই দৃশ্য ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে বেশ কয়েকবার একই স্থানে তাকে ডেকে নেন এবং ধর্ষণ করেন। পরে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা নেন।
সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি একই বাসায় নিয়ে পুনরায় ধর্ষণ ও ভিডিও ধারণ এবং আরও টাকা দাবি করে ভয়ভীতি দেখান। যে কারণে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পাংশা থানায় মামলা করেছেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন ঢাকা পোস্টকে জানান, ওই মামলার পরিপ্রেক্ষিতে আসামি আরজুকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তার মোবাইল ফোন থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে।
মীর সামসুজ্জামান/এনএ