গৃহহীনদের ঘর দেওয়ার নামে টাকা নেওয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির বাদী হয়ে সাঁথিয়া থানায় এ মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষে সাঁথিয়া উপজেলার করমজা মল্লিক পাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে ৩ মাস আগে মমতাজের কাছ থেকে ৫৫ হাজার টাকা চাঁদা দারি করেন এবং ৫ হাজার টাকা অগ্রিম নেন নান্নু। সম্প্রতি ঘরের চাবি পাওয়ার পর বাকি ৫০ হাজার টাকা দাবি করে চাপ সৃষ্টি করেন মমতাজকে। এমনকী, টাকা না দিলে ঘরের চাবি কেড়ে নেয়ারও হুমকি দেন আবু দাউদ নান্নুর স্ত্রী মেরিনা আকতার।
এ বিষয়ে মমতাজ বাদী হয়ে গত (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।
অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে রিপোর্ট জমা দেন। তদন্ত করে (১৫ এপ্রিল) দুপুরে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক সত্যতা প্রমাণ পায়। এরপর বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে বিষয়টি করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নুকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে তদন্ত রিপোর্টের পুর্নাঙ্গ কপি জমা দিলে অভিযোগের সত্যতা মিললে তার স্ব-পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির বাদী হয়ে আবু দাউদ নান্নু ও তার স্ত্রী মেরিনা আকতারকে আসামি করে সাঁথিয়া থানায় এজাহার করেন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু দাউদ নান্নু বিষয়টি পুরোপুরি অস্বীকার করে ঢাকা পোস্টকে বলেন, আমার জনপ্রিয়তাকে নস্যাৎ করতে একটি মহল মাথাচাড়া দিয়েছে। প্রকৃতপক্ষে আগামী নির্বাচনে আমি যেন চেয়ারম্যান না হতে পারি এজন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নান্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে গৃহহীনদের ঘর দেওয়ার নামে অর্থ আদায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ কারো পক্ষ হয়ে কাজ করবে না। নিরপেক্ষ হয়ে কাজ করবে।
রাকিব হাসনাত/এমএএস