কেউ না এলে তিনি আমার ছেলেকে মেরেই ফেলতেন

ফেনীর সোনাগাজীতে আমড়াগাছে ওঠায় সাত বছর বয়সী এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করেছেন এক বৃদ্ধ। এ ঘটনায় গুরা মিয়া নামের ৭৮ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৬ এপ্রিল) বিকেলে মধ্যম চরছান্দিয়া গ্রামের সফি মিস্ত্রি বাড়ির গুরা মিয়ার দোকানের সামনে আমড়াগাছে ওঠে জাহাঙ্গীরের ছেলে যোবায়ের ইসলাম রুহান। গাছে ওঠার কারণে গুরা মিয়া ওই শিশুকে গাছ থেকে নামিয়ে মাটিতে ফেলে নির্মমভাবে লাথি দিতে থাকেন। অনেকটা যেন মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। শিশুটি চিৎকার করলে তখন আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
নির্যাতিত রুহানের বাবা জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে বৃদ্ধার হাত থেকে বাঁচিয়েছে। কেউ না এলে গুরা মিয়া লাথি দিয়ে আমার ছেলেকে মেরেই ফেলতেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ ঢাকা পোস্টকে জানান, মঙ্গলবার নির্যাতিত শিশুর বাবা থানায় মামলা করার পর বৃদ্ধ গুরা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হোসাইন আরমান/এনএ