কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন

আগামী এক বছরের জন্য কুমিল্লা মহানগর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন নূর মোহাম্মদ সোহেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোশারফ হোসেন মুন।
শনিবার (১১ মে) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয় সম্মেলনে।
সম্মেলনে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন মুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, টিটু মজুমদারকে সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক পদে দিদারুল হক আকাশের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসীন বাহার সূচনা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১১ সালে কুমিল্লা মহানগর গঠনের পর ২০১৫ সালের ২৩ জুলাই ৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরপর গত ৯ বছর ধরে আহ্বায়ক কমিটিতেই চলে মহানগর ছাত্রলীগের কার্যক্রম। শনিবার মহানগর ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলনে ওই আহ্বায়ক কমিটির বিলুপ্তি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
আরিফ আজগর/আরএআর