‘নদী শাসন, পাড় ঠিক রাখা ও চ্যানেল ঠিক করা ব্যয়বহুল কাজ’

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ বলেছেন, রাজবাড়ী জেলার পদ্মা নদীর প্রশস্ততা অনেক বেশি। প্রতি বছরে যে ভাঙন হচ্ছে এই ভাঙনের কারণে চ্যানেলগুলো সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে। নদী শাসন করা, নদীর পাড় ঠিক রাখা, নদীর চ্যানেলগুলোকে ঠিক করা একটি ব্যয়বহুল কাজ। সরকার কিন্তু সব সময় উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে নদী ঠিক রাখার জন্য।
শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী ও ৬ নম্বর ফেরিঘাটের ভাঙন কবলিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ বলেন, এলাকাবাসীর নদী শাসনের আবেদনের কথা আমি প্লানিং কমিশনারের কাছে বলব। যেন দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা হয় এবং নদী তীরবর্তী লোকজনের যেন দুঃখ কষ্ট দূর হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন, দৌলতদিয়া নৌযান ফেডারেশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তপু প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএএস