মামলার তথ্য গোপন করায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারভুক্ত আসামি হয়েও হলফনামায় সেই তথ্য গোপন করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধার মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (১২ মে) দুপুরে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রওশন মৃধা মনোনয়নপত্র বাতিল করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রওশন মৃধা তার হলফনামায় একটি মামলার তথ্য গোপন করেছেন। ২০১৯ সালের ১৮ মার্চে রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় ৯/২৭ নং অভিযোগে তিনি এজাহারভুক্ত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান বলেন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রওশন মৃধার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি তার হলফনামায় তথ্য গোপন করেছিলেন। বাকিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আগামী ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসকেডি