গাইবান্ধায় আগুনে পুড়ল ১০ দোকান

গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুড়িপট্টিতে আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১ট দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু। স্থানীয়দের বরাতে তিনি জানান, গাইবান্ধা শহরের কাচারি বাজারের চুড়িপট্টিতে রাত ১১টার দিকে হঠাৎ করে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ১০টি দোকানের মধ্যে রয়েছে কসমেটিক, কাপড় ও শিশুদের খাবারের দোকান।
রিপন আকন্দ/এএএ