কুড়িগ্রামে অবশেষে স্বস্তির বৃষ্টি

কুড়িগ্রামে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। রোববার (১৯ মে) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং পরে রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় মুষলধারে মাঝারি বৃষ্টিপাত হয়।
গত এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত গোটা কুড়িগ্রাম তাপদাহ ও খরার কবলে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাতে স্বস্তি ফিরে পেয়েছে।
কুড়িগ্রাম পৌর শহরের সবুজ মিয়া বলেন, তীব্র রোদ ও গরমের পর গতকাল রাত ও সকালে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা খুব ঠান্ডা হয়ে যায়। এমন বৃষ্টি মাঝেমধ্যে হলে মানুষজন শান্তিতে থাকতো।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আগামী ২০ ও ২১ তারিখ আবারো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জুয়েল রানা/আরকে