খালেদার রোগমুক্তি কামনায় খুলনায় বিএনপির দোয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাদ জোহর হেরাজ মার্কেট জামে মসজিদে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দফতর সম্পাদক মহিবুজ্জামান কচিসহ করোনায় আক্রান্ত সব নেতাকর্মী ও দেশবাসীর সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, জাফর উল্লাহ খান সাচ্চু, বজলুর রহমান, স ম রহমান, শেখ ইকবাল হোসেন, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, শহিদুল ইসলাম, আছাদুজ্জামান মুরাদ, মোল্লা গোলাম মওলা, জালু মিয়া, এস এম শাজাহান, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু ও শেখ সাদী প্রমুখ।
মোহাম্মদ মিলন/এএম