জামিন পেলেন ঘোড়া নিয়ে প্রচারণায় নামা সেই চেয়ারম্যান প্রার্থী

নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতের রায় মেনে না নেওয়ায় কারাগারে যাওয়া চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২০ মে) দুপুরে জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবির শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন।
ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ২৮ মে শুক্রবার জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পরে নিজের ভুল স্বীকার না করে জরিমানা দিতে অস্বীকৃতি জানায় ফয়সাল দিদার। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে ১৮মে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সামসুজ্জোহা জোহা ঢাকা পোস্টকে বলেন, আদালত শুনানিতে দুপক্ষের যুক্তিতর্ক শুনে সন্তুষ্ট হয়ে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন মঞ্জুর করেছেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পাবেন তিনি।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ মে মঙ্গলবার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শরিফুল ইসলাম/এএএ