নাস্তা খেতে কেন্দ্রের বাইরে যাওয়ায় প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রের বাইরে থাকায় এক প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দিয়েছেন জেলা নির্বাচন অফিসার।
সোমবার (২০ মে) রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত না থেকে বাইরে থাকায় মাজাহার ইবনে মোবারক নামে এক প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুরুল হাসান।
বহিষ্কৃত প্রিজাইডিং অফিসার মাজাহার ইবনে মোবারক সহকারী প্রকৌশলী হিসেবে ঠাকুরগাঁও এলজিইডিতে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মাজহার ইবনে মোবারক বলেন, আমি রাতে নাস্তা করার জন্য পাশের ভুল্লি বাজারে গিয়েছিলাম। নিয়ম হচ্ছে নাস্তা বা অন্য কোনো প্রয়োজনও যদি হয় তাহলে ভোটকেন্দ্রেই নিয়ে আসা হবে। কিন্তু আমি নিয়ম ভঙ্গ করে বাজারে গিয়েছিলাম, তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুরুল হাসান বলেন, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে উপস্থিত থাকতে হবে। কিন্তু তিনি উপস্থিত না থেকে বাইরে থাকায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলায় মঙ্গলবার (২১ মে) নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে চার জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন– সাবেক ছাত্র নেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), রওশনুল হক তুষার (ঘোড়া)।
একটি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯০৩ জন, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ জন ও তৃতীয় লিঙ্গের ৪ জন। ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
আরিফ হাসান/এসএসএইচ