লক্ষ্মীপুরে ঝড়ে ঘরচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরচাপা পড়ে পুষ্প (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা ওই শিশুর নানি হোসনোয়ারা বেগম আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুষ্প উপজেলার চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামের লুতা বেপারীর নাতি। সে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঝড়ে লুতা বেপারীর টিনশেড ঘর ভেঙে পড়ে। এতে লুতা বেপারীর স্ত্রী হোসনেয়ারা বেগম ও নাতি পুষ্প চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই পুষ্প মারা যায়। এরপর আহত হোসনেয়ারা বেগমকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ঘরচাপায় শিশু নিহতের ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।
হাসান মাহমুদ শাকিল/এএএ