কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড দেশের উপকূলীয় অঞ্চল। এই তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়নি সুন্দরবনের বন্য প্রাণীরাও। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় কুয়াকাটা সৈকতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। পরে বন বিভাগ এবং অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা মৃত হরিণটিকে উদ্ধার করেন।
জানা গেছে, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে একটি মৃত হরিণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা নজরুল ইসলাম। পরে তিনি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের খবর দেন।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, আমি সৈকতে ঝালমুড়ি বিক্রি করছিলাম। এ সময় দেখি সমুদ্রের মধ্য থেকে জোয়ারের পানির সঙ্গে কিছু একটা ভেসে আসছে। কাছাকাছি গিয়ে দেখি একটি মৃত হরিণ।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য কেএম বাচ্চু বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং একটি পুরুষ চিত্রা হরিণের মরদেহ কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার করি। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসে মারা গেছে হরিণটি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সুন্দরবন এলাকা। আর সে কারণেই হরিণটি মারা যেতে পারে বলে মনে করছি আমরা।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকতা আবুল কালাম আজাদ বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আমাদের ধারণা ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে পানির অস্বাভাবিক চাপ ছিল, যার ফলে হরিণটি মারা গেছে। এখন এটিকে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী এবং বন বিভাগের সদস্যরা মাটি চাপা দেবে।
এসএম আলমাস/আরএআর