‘এডিটিং এর মাধ্যমে সংযোজন ও বিয়োজন করে রেকর্ড করা হয়েছে’

রিটার্নিং কর্মকর্তার শোকজের জবাবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আমার যে বক্তব্য আপনাকে অবহিত করা হয়েছে তা এডিটিং এর মাধ্যমে সংযোজন ও বিয়োজন করে রেকর্ড করা হয়েছে। আমার বিরোধী পক্ষ কর্তৃক অতিরঞ্জিত আকারে বিষয়টি প্রচারণা করা হয়েছে।’
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এলাকায় অবস্থান করে নির্বাচনী সভা করে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি-২২ এর উপবিধি (১) ও (২) এর বিধি ১৮ অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন করছেন- এ অভিযোগে গত সোমবার (২৭ মে) ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান তাকে শোকজ করেছিলেন।
নিক্সনের লিখিত বক্তব্য গতকাল দুপুরে ভাঙ্গা-সদরপুর ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছায়।
লিখিত জবাবে নিক্সন বলেন, ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী মো. মোখলেছুর রহমান কর্তৃক নির্বাচনী আচরণবিধি লংঘনের যে অভিযোগ দাখিল করা হয়েছে তার কোনো সাক্ষ্য, প্রমাণ বা সত্যতা নেই। দৈনিক আমার দেশ পত্রিকায় অসত্য সংবাদ প্রচার করা হয়েছে।
আরও পড়ুন
নিক্সন ওই শোকজের জবাবে আরও বলেন, আমি কোনো নির্বাচনী প্রচারণা বা সভা সমাবেশে যাইনি, কোনো বক্তব্য দেইনি। এই ধরনের অভিযোগ করা প্রার্থীদের নির্বাচনী কৌশল মাত্র।
ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, সংসদ সদস্য তার পিএসের মাধ্যমে শোকজের লিখিত জবাব দিয়েছেন।
জহির হোসেন/এনএফ