আশুগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ মে) দুপুরে উপজেলার বড়তল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বড়তল্লা গ্রামের নেয়ামত বেপারি বাড়ি ও মোশারফ মিয়ার বাড়ির লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঢাকা পোস্টকে জানান, সংঘর্ষকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করবে।
আজিজুল সঞ্চয়/এনএ