দাফনের ৪৪ দিন পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

গাইবান্ধায় দাফনের ৪৪ দিন পর কবর থেকে সাদেক হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার কোমরপুর (তুলসিঘাট) এলাকা থেকে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়।
এর আগে গত ১৯ এপ্রিল সাদেক হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ওই এলাকার মো. আকবর আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সাদেক ও আকাশ নামে দুই যুবক মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয়। একপর্যায়ে তারা ঘুরতে ঘুরতে সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সাদেক। পরে সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার পথে মারা যান সাদেক। পরে এ ঘটনায় নিহতের বড় ভাই মোশাররফ হোসেন সাদেকের সঙ্গে ঘুরতে যাওয়া সেই যুবক আকাশকে একমাত্র অভিযুক্ত করে গাইবান্ধা আদালতে হত্যা মামলার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে গত ১০ মে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার একমাত্র আসামি ২২ বছর বয়সী আকাশ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে।
সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুস সালাম বলেন, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনায় ওই যুবকের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে আজ কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।
রিপন আকন্দ/আরএআর