বাঁশ বাগানে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর প্রাইমারি স্কুল সংলগ্ন কবরস্থানের পাশের বাঁশ বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের চোখ, মুখ ও গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে খোঁচানোর চিহ্ন রয়েছে। এছাড়া চাদর দিয়ে তার দুই পা বাঁধা ছিল। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে নিহতের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসপি