সরকার ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজ নেয়নি : এ্যানি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকার ১৭ বছর ধরে লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। তারা দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কথা ভাবে না। বার বার প্রাকৃতিক দুর্যোগের এ অঞ্চলের মানুষ আজ নিঃস্ব। বিএনপি সব সময়ই সাধারণ মানুষের জন্য কাজ করে।
সোমবার (৩ জুন) দুপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপের বটবুনিয়া ও পাইকগাছার দেলুটি ইউনিয়নের পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিরারকে নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালী ও দাকোপের বটবুনিয়া এলাকায় ঘূর্ণিঝড় রেমালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে এ্যানি বলেন, ঝড় আসলেই খুলনা অঞ্চলের মানুষ আতঙ্কে থাকে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার, কিন্তু জনগণের দাবি পূরণতো দূরের কথা সরকার ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজ পর্যন্ত নেয়নি। তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। লুটেরা সরকারের কবল থেকে, বেনজীর-আজিজদের হাত থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলন সফল করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আন্দোলনের মাধ্যমেই সরকারকে বিদায় করতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, পাইকগাছার ২২নং পোল্ডারে কোনো সাইক্লোন শেল্টার নেই। এ অঞ্চলের মানুষের দাবি ১৭ বছরে পূরণ করতে ব্যর্থ হয়েছে সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অগ্রাধিকারের ভিত্তিতে এ অঞ্চলের মানুষের দাবি পূরণ করা হবে।
এ সময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিএনপি খুলনা জেলা শাখার আহ্বায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, মিজানুর রহমান মিলটন, যুবদলের নেহিবুল হাসান নেহিম, এবাদুল হক রুবায়েত, আব্দুল আজিজ সুমন, কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজিব, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ, আব্দুল মান্নান মিস্ত্রি, খুলনা বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিলন/আরএআর