ভোটারদের উপস্থিতি আশানুরূপ হয়নি : ইএমএফ চেয়ারম্যান

ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেছেন, সকাল থেকে উপজেলার ১১টি কেন্দ্র পরিদর্শন করেছি। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার বিষয়ে নির্বাচন কমিশন নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। তবে ভোটারদের উপস্থিতি আশানুরূপ হয়নি। শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা থাকলে ভোটাররা কেন্দ্রে আসবে বলে প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেটি এখন পর্যন্ত দেখিনি।
বুধবার (৫ মে) দুপুর ১২টার দিকে ফেনীর ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইএমএফ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে ২৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে ধারণা করছি। বিকেল পর্যন্ত এটি সর্বোচ্চ ৩০ শতাংশ হতে পারে।
ভোটারদের অনাগ্রহের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার বিষয়ে প্রার্থীদের জনপ্রিয়তার একটি বিষয় রয়েছে। এজন্য প্রার্থীদের বিভিন্ন ধরনের পদক্ষেপ, উৎসাহ ও অনুপ্রেরণা থাকে। তাদের ভূমিকার কারণেই ভোটাররা কেন্দ্রে আসেন। এখানে প্রার্থীদের মধ্যে এমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। গতকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। শুধু ফেনী নয়, সারাদেশেই একই চিত্র দেখেছি। প্রত্যেক জায়গায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করেছি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাব।
অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী আরও বলেন, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণ আরও বৃদ্ধি পেলে ভোটার উপস্থিতি বাড়তে পারে। তবে নির্বাচন আয়োজনে কমিশনকে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ থাকবে।
প্রসঙ্গত, নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৯ হাজার ১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৪৯ জন, নারী ভোটার ৮১ হাজার ৩৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। এতে ৫৪টি কেন্দ্রে ৪২৫টি বুথে ভোটগ্রহণ চলছে।
তারেক চৌধুরী/এএএ