ট্রাকচাপা দিয়ে ধ্বংস করা হলো এক মেট্রিক টন আম

অপরিপক্ক আম কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রির অভিযোগে প্রায় এক মেট্রিক টন আম ট্রাকচাপা দিয়ে ধ্বংস করেছে প্রশাসন। শনিবার (০১ মে) বিকাল ৫টায় কুমিল্লা অঞ্চলের সর্ববৃহৎ কাঁচাবাজার নিমসারে অভিযান পরিচালনা করে আমগুলো ধ্বংস করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে প্রায় এক মেট্রিক টন কার্বাইড দিয়ে পাকানো আম জব্দ করে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে নিমসার বাজারে অভিযান পরিচালনা করে অপরিপক্ক আম কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করার সময় হাতেনাতে ধরা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
আরএআর