নবাবগঞ্জে চেয়ারম্যান হলেন এমপি শিবলী সাদিকের ছোট ভাই

চতুর্থ ধাপের নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম ওরফে নাইন্টি। তিনি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের আপন ছোট ভাই
গতকাল বুধবার (৫ মে) রাত সোয়া ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহান।
ফলাফলে ঘোড়া প্রতীকে তাজওয়ার মোহাম্মদ ফাহিম ওরফে নাইন্টি ৪৯ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হাসান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৫৫ ভোট।
নবাবগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৮৩৩ জন, মহিলা ভোটার ৯৬ হাজার ২৩৮ জন ও তৃতীয় লিঙ্গের ৪ জন।
ইমরান আলী সোহাগ/এএএ