দখলদারদের বাধার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করল পাউবো

দখলদারদের বাধার মুখে নাটোরের নলডাঙ্গায় বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সরকারি জমি উদ্ধারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অবশেষে স্থানীয় পৌর মেয়রের মধ্যস্থতায় দখলদারদের মুচলেকা নিয়ে আগামী ১ জুলাই পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৬ জুন) সকালে নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মীরা নলডাঙ্গা বাজার এলাকায় দখলকৃত জমি উদ্ধারে যান। এ সময় স্থানীয় জনসাধারণসহ দখলকারীরা বাধার সৃষ্টি করেন। একপর্যায়ে তারা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাস্তায় বসে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ নিয়ে এলাকাবাসী ও দখলকারীদের সঙ্গে দীর্ঘসময় বাগবিতণ্ডা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
পরে দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা পৌরসভার মেয়র মরিরুজ্জামানের মধ্যস্থতায় আসন্ন কোরবানির ঈদ, আইনশৃঙ্খলা রক্ষা ও মানবিক বিষয় বিবেচনা করে আগামী ১ জুলাই পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে ১৬ জন দখলকারীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি এই সময়ের মধ্যে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সতর্ক করা হয়।
দখলকারীরা জানান, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণে বারনই নদীর তীরবর্তী এলাকায় তাদের বাপ-দাদার ভোগ দখলীয় জমি ১৯৮৩ থেকে ৮৪ সাল নাগাদ পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করেন। বাঁধ নির্মাণের পর অবশিষ্ট জমি পড়ে থাকায় ওই জমির মালিকরাই অগ্রাধিকার ভিত্তিতে এখন পর্যন্ত ভোগ দখল করে আসছেন। পাশাপশি সেখানে স্থাপনা নির্মাণ করে খণ্ড খণ্ড করে ১৮ থেকে ২০টি পরিবার ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ অবস্থায় সেখান থেকে সরিয়ে দেওয়া হলে তাদের পথে বসতে হবে।
এ বিষয়ে নলডাঙ্গা পৌরসভার মেয়র মরিরুজ্জামান মনির বলেন, সকালে নলডাঙ্গা বাজার এলাকায় দখলকৃত জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয় । এ অবস্থায় স্থানীয়রা অভিযান বন্ধ রাখার দাবিতে অবস্থান নেন। একপর্যায়ে তারা বিষয়টি আমাকে জানান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সময় চাওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন কোরবানির ঈদ ও মানবিক বিষয় বিবেচনা করে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় দখলকৃত এলাকা চিহ্নিত করে ১৬ জনকে নোটিশসহ এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কেউ কথা না শোনায় নিয়ম অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে বাধা দেন দখলকারীরা। পরে পৌর মেয়রের মধ্যস্থতায় আগামী ১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে নেবেন- এমন অঙ্গীকার করে স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন।
তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে দখলমুক্ত না করলে আইনগত ব্যবস্থা নেবে পানি উন্নয়ন বোর্ড।
গোলাম রাব্বানী/আরএআর