কিশোরগঞ্জে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের কটিয়াদী গচিহাটা স্টেশনের আউটার সিগন্যালে মালবাহী ট্রেনের লাইনচ্যুত একটি বগি প্রায় সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গচিহাটা রেল স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা রেল স্টেশনের আউটার সিগন্যালে মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে এবং ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গচিহাটা সিগন্যাল পয়েন্টে টেম্পিং কারের সঙ্গে টুলভ্যানের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা বগিটি উদ্ধার করেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এনামুল হক/এমএসএ