টেকনাফ সৈকতে ভেসে এলো দুই ব্যক্তির মরদেহ

কক্সবাজারের টেকনাফ থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে নাফ নদীতে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। একই দিন বিকেলে সমুদ্র সৈকতে ভেসে আসা আরেকটি মরদেহ উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় শামীমা অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশন সংলগ্ন সৈকতে জোয়ারের পানিতে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসে।
টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, রোববার দুপুরে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় নাফ নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ওই মরদেহের পরিচয় জানা যায়নি। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাইদুল ফরহাদ/এএএ