গরুর সঙ্গে শিশুকে বেঁধে রাখা সেই বৃদ্ধ গ্রেফতার

নরসিংদীর শিবপুরে গরুর রশির সঙ্গে ছয় বছর বয়সী এক শিশুকে বেঁধে টেনেহিঁচড়ে আহত করার অভিযোগে অভিযুক্ত শওকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ মে) বেলা তিনটার দিকে নিজ গ্রাম মিয়ারগাঁও থেকে তাকে গ্রেফতার করেছে বলে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন শিবপুর থানার ওসি সালাহ উদ্দিন।
এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামের নাজমুল মিয়াকে (৬) গরুর রশিতে বেঁধে গরুসহ পিচের রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে শওকত আলীর বিরুদ্ধে।
এতে শিশুটি গরুর সঙ্গে দৌড়ে তাল মেলাতে না পেরে রাস্তায় পড়ে গেলে পেট ও শরীরের বিভিন্ন অংশ ছিলে যায়। পরে শনিবার (১ মে) সকালে স্থানীয় জনগণ ফেসবুকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিশুটিকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় শনিবার (১ মে) রাতে শিবপুর মডেল থানায় একটি মামলা করে ভুক্তভোগীর পরিবার।
আহত নাজমুল মিয়া মিয়ারগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত শওকত আলী (৫০) একই গ্রামের মৃত রউশুন আলীর ছেলে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার খোঁজ পেয়ে তাকে গ্রেফতার করি। আমি নিজে থেকে এই অভিযানের নেতৃত্ব দিই। ইতোমধ্যে আমরা তাকে আদালতে পাঠিয়েছি।
এর আগে শনিবার (১ মে) বিষয়টি নিয়ে ‘বৃদ্ধের কাণ্ডে শিশুকে টেনেহিঁচড়ে নিয়ে গেল গরু’ শিরোনামে ঢাকা পোস্টে প্রতিবেদন প্রকাশিত হয়।
রাকিবুল ইসলাম/এনএ