পানিতে ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর আজহার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল উপজেলার তাত্তাকান্দা এলাকার ঘাটের কাঁকন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার বাড়ির পাশে কাঁকন নদীতে তাত্তাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহারসহ ৪/৫ শিশু। সাঁতার না জানায় নদী গর্ভে তলিয়ে যায় আজহার।
নিহত শিশু আজহার রায়পরা পৌরসভার তাত্তাকান্দা এলাকার ফকির বাড়ির জামান ফকিরের ছেলে।
পৌরসভার কাউন্সিলর মো. মোকারম হোসাইন জানান, গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় আজহার। এই সময় তার সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। অনেক খোঁজাখুজির পরেও তার লাশের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় ঘাটের আনুমানিক ৪শ মিটার দূরে কচুরি পানার সাথে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ।
আরও পড়ুন
এ ব্যাপারে রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৪শ মিটার দূরে কচুরি পানার সাথে ভাসমান অবস্থায় শিশু আজহার লাশ উদ্ধার করা হয়।
তন্ময় সাহা/এনএফ