ঈদে ভাগনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মামার

সিরাজগঞ্জের মহাসড়কে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মুকুল হোসেন (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল ইসলাম।
শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কার রয়হাট্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের আ. সাত্তার মাস্টারের ছেলে। তিনি নরসিংদীর একটি টেক্সটাইল মিলে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ওয়াদুদ ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম নিহত মুকুল হোসেনের প্রতিবেশী ভাগনে। ওই ভাগনের সঙ্গেই ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘুরকা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক রাস্তার পাশে পড়ে যান ও মামা মুকুল হোসেন আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মুকুল হোসেন মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে মুকুলের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত রফিকুল প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।
শুভ কুমার ঘোষ/এএএ