মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ নেই, যুদ্ধজাহাজও সরে গেছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু টাউনশিপের আশপাশে গোলাগুলি ও গ্রেনেড বিস্ফোরণের পর পরিস্থিতি এখন অনেকটা শান্ত। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার (১৫ জুন) বিকেল ৫টা পর্যন্ত সীমান্তের ওপারে মিয়ানমারে কোনো ধরনের গোলাগুলির শব্দ শোনা যায়নি।
এ ছাড়া নাফ নদীর মোহনায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজটিও আর দেখা যায়নি। এতে স্বস্তি দেখা দিয়েছে টেকনাফ সীমান্তের বসবাসকারী লোকজনের মধ্যে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গতকাল থেকে আজ বিকেল পর্যন্ত কোনো ধরনের গোলাগুলির শব্দ আমরা শুনতে পাইনি। মিয়ানমারের যুদ্ধজাহাজ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সীমান্ত এলাকায় বসবাস করি। সেন্টমার্টিন থেকে খালি চোখে মিয়ানমার সীমান্তের সবকিছু দেখা যায়। সেখানে এখন গৃহ যুদ্ধ চলছে। তাই যুদ্ধজাহাজ থাকাটা অস্বাভাবিক কিছু না। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই
টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসাইন বলেন, গতকাল থেকে কোনো ধরনের গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে টেকনাফ সীমান্তের মানুষ আতঙ্কে আছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, গতকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। জেলা প্রশাসনের সহায়তা ৭৫ টনের বেশি খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ব্যবসায়ীদের খাদ্যপণ্যসহ প্রায় দেড়শ টন খাদ্য পণ্য সেন্টমার্টিনে নেওয়া হয়েছে।
সাইদুল ফরহাদ/এএএ