বরিশালে কখন কোথায় ঈদের জামাত

বরিশালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সোমবার (১৭ জুন) সকাল ৮টায় বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ রাজনৈতিক, প্রশাসনিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এর আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে আমতলা মোড় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে।
রোববার (১৬ জুন) সকালে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মাসুমা আক্তার ও ইসলামী ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে জেলার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই পীরের দরবার শরীফে। সকাল ৮টায় সর্ববৃহৎ ওই জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চরমোনাই মিডিয়া সেলের সদস্য এস এম সানাউল্লাহ।
দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে। তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠির এন এইচ কামিল মাদরাসা মাঠে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হজরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
দুইটি করে জামাত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে। সকাল ৮টায় প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। নগরীর আলেকান্দা নূরিয়া স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল মহানগর ইমাম সমিতি থেকে জানা গেছে, ঈদের নামাজ আদায়ের জন্য কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। তবে সাধারণত সাড়ে ৯টার মধ্যেই সব জামাত শেষ হবে।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ