রাজশাহীতে দেখা মিলল সাত রাসেলস ভাইপারের, পিটিয়ে মারল এলাকাবাসী

রাজশাহীর চারঘাট উপজেলায় ৭টি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকা চারঘাটের কুঠিপাড়া। দুপুরে এই গ্রামে একে একে দেখা মেলে সাতটি রাসেলস ভাইপার সাপের বাচ্চার। পরে সাপের বাচ্চাগুলো পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, কুঠিপাড়ার অচিনতলা একেবারে পদ্মা পাড়ে অবস্থিত। অচিনতলা এলাকার একই জায়গায় প্রথমে দুইটি সাপের বাচ্চা দেখা যায়। এরপর মারতে গিয়ে একে একে সাতটি বাচ্চা বেরিয়ে আসে। পরে সবগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, অচিনতলা এলাকায় সাতটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা মেরেছে এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।
চারঘাট উপজেলা কৃষিবিদ আল মামুন হাছান বলেন, নদী পাড়ের মানুষদের মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। নদীর তীর ঘেঁষা আবাদি জমিতে সাবধানতার সঙ্গে চাষাবাদের জন্য চাষীদের জানানো হয়েছে। এ ছাড়া মাঠ পর্যায়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।
শাহিনুল আশিক/এএএ