সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবককে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ফেনীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে মো. সুমন নামের এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।
এদিন নিহতের বড় ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও আরও চারজনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় মেহেরাজ হোসেন আকাশকে (১৯) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন– রেদোয়ান মাহমুদ শিবলু (১৮) ও দোস্ত মোহাম্মদ নিশাত (১৮)। তাদের মধ্যে এজাহারনামীয় আসামি আকাশ ও নিশাতকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রাণীরহাট বাজার সংলগ্ন আল আমিন একাডেমি স্কুলের সামনে খেলার মাঠ নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে মো. সুমনকে (২৩) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে।
নিহত মো. সুমন কাজীরবাগ ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের মো. বশির আহাম্মদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে শনিবার রাতে রাণীরহাট বাজারে আড্ডা দিচ্ছিলেন সুমন। এসময় কয়েকদিন আগের খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সুমনের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। পরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজন যুবক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তারেক চৌধুরী/এসএসএইচ