রাতারগুলে ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ

সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টে ঘুরতে এসে শামীম আহমদ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৮জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ পর্যটক সিলেট নগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতারগুল সোয়াম ফরেস্টের ভেতরে প্রবেশের ইজারাকৃত মটরঘাট খেয়াঘাটে ৪ জন পর্যটক ঘুরতে আসেন। মটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে ৪ জন পর্যটক চেঙ্গেরখাল নদীতে সাঁতার কাটতে পানিতে নামেন। এ সময় একজন পর্যটক সাঁতার না জানার কারণে মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে যায়।
বাকি ৩ জন পর্যটক সাঁতার কেটে ফিরে এলেও শামীম আসতে পারেনি। বর্তমানে নদীতে তীব্র স্রোত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাতে পৌনে ৯টা) ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা জানিয়েছে রাতে কাজ করতে পারবে না। তাই স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে খোঁজার চেষ্টা করছেন।
মাসুদ আহমদ রনি/এমএএস