আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চুয়াডাঙ্গার যেসব এলাকায়

শনিবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা দপ্তরের অধীন বৈদ্যুতিক তারের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য ১১ কেভি বিডিআর এবং ১১ কেভি হাসপাতাল ফিডারে সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়া, শান্তিপাড়া, বুজরুকগড়গড়ি এলাকা, মহিলা কলেজপাড়া, সুমিরদিয়া, রেলপাড়া, ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া, সাতগাড়ি, কুলচারা ও দিগড়ীতে উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ওভারপাস নির্মাণের কাজের জন্য শনিবার (২৯ জুন) সকাল ৭টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ওজোপাডিকো লিমিটেড চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন, কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আফজালুল হক/এসকেডি