নাথান বমের দেহরক্ষীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

বান্দরবান জেলা শহরের বেথানী পাড়া থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর ঘনিষ্ঠ সহযোগী লাল বেসাই লুসাইকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
লাল বেসাই লুসাই (৪২) বান্দরবান সদর সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়ার তুম কিম লুসাইয়ের ছেলে।
রোববার (৩০ জুন) র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, র্যাব-১৫ বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ব্যাংক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেথানী পাড়া এলাকায় আত্মগোপনে আছে। পরে অভিযান চালিয়ে বেথানী পাড়া থেকে লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল বেসাই লুসাই রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেন।
মো. শহীদুল ইসলাম/এএএ