ববি’র কর্মকর্তাদের দুটি সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মকর্তাদের নিয়ে গঠিত দুটি কমিটির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় সংগঠন দুটির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই সংগঠন দুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না।
মারামারির পরপরই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। তিনি জানান, সংগঠনের ব্যানারে কর্মকর্তা-কর্মচারী ছাড়া শিক্ষার্থী, শিক্ষকরা শান্তিপূর্ণভাবে যেকোনো কর্মসূচি পালন করতে পারবে। তবে শিক্ষার্থী ও শিক্ষকরা আগের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারবে।
প্রক্টর বলেন, যেহেতু কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচির নামে বিশৃঙ্খলা করেছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। এজন্য উভয়পক্ষকে যেকোনো কর্মসূচি পালনে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনুষ্ঠিত কর্মবিরতিতে অনুমোদনহীন সংগঠনের ব্যানার টানানোতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এতে কমপক্ষে ১০ জন কর্মকর্তা আহত হন।
এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল আলমকে আহ্বায়ক ও আমাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও একই বিভাগের অপর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলমকে সদস্য করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/জেডএস