ফেনীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানে

ফেনীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জেলার প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে গঠন করা হবে কমিটি। একজন শিক্ষক, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে ফেনী সরকারি কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনী জেলার প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজার থাকবে সেখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এ কমিটি বসে কথা বলবে। কমিটির তৎপরতার মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণে ফেনী জেলা সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু জিপিএ-৫ পেয়ে বসে থাকলে হবে না। নিজের মধ্যে মনুষ্যত্ববোধ ও মানবিকতা থাকতে হবে। এই সংবর্ধনা তোমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আশাবাদী।
ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ ঢাকা পোস্টকে বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আমার প্রস্তাবনার ভিত্তিতে সাংসদে নির্দেশনা দিয়েছেন। এটির মাধ্যমে আশাকরি ইতিবাচক একটি সাড়া পাওয়া যাবে।
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের উদ্যোগে ফেনী পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা তুলে দেন অতিথিরা।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম, শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একরামুল হকসহ প্রমুখ।
তারেক চৌধুরী/আরকে